কবিতা: ঠিকানাহীন

প্রকাশিত: জুলাই ৬, ২০২০

ঠিকানাহীন
–তনু ঘোষ

হাঁটতে গিয়ে পরে যাই,
পড়ে গিয়ে ব্যাথা পাই
আাকাশ পাণে চেয়ে দেখি!
নাই আমার ঠিকানা নাই!

বাতাস বহে জানালা খুলি,
জানালার ফাঁকে বড্ড ধুলি
যখন ধুলি ঝেরে ফেলি!
কোথায় যে যায়, কোথায় যে যায়!

পরতে বসি যখনি আমি,
ভাবি, লেখাপড়া তো অনেক দামি!
পড়তে নিয়ে, সামান্য টুকু পড়েই আমি
হাপসে যে যাই, হাপসে যে যাই!

কোনো কাজ করতে গেলেই,
দ্বিধাদ্বন্দ এসে বলেই, কোনটা যে ঠিক কোনটা যে ভুল !
তালমাতাল হয়ে আমি,
গুলিয়ে ফেলাই যে সব, গুলিয়ে ফেলাই!

দিনের শেষে একমুঠো সাহস জোগাড় করি,
কাল থেকে সব ঠিক করব আমি,
ভাবনা শেষে, ঘুমের দেশে
কখন যে চলে যাই!
এত কিছু থেকেও আমার,
নাই আমার ঠিকানা নাই।