কবিতা: আলাপন

প্রকাশিত: জুলাই ৮, ২০২০

আমাকে ছুয়োনা, এসোনা সন্নিকটে
আমার নিজস্বতায় ঝলসে যাবে
নাহয় কাল খবরে বের হবে
কতকিছু বোধহয় গেছে রটে।

সময় অসময়ের মরীচিকায়
কারো কাছে আমি সর্বশ্রেষ্ঠ,
গুণে অনন্য প্রিয়তর প্রশংসিত
সেই আমিই কারো কাছে তুচ্ছ।

তুমি সুন্দর, সুগন্ধ
সকলের নিকট গ্রহীত
পাড়ি দিতে চেয়োনা
যে পথ ধুরধ্ব।

আমি শুধুই ব্যবহৃত
হঠাৎই পরিত্যাক্ত।
অসময়ের ভীরে হারিয়ে যায়,
আমায় নিয়ে সূচনা হওয়া কারো
একান্ত নিজস্ব কিছু গল্পগুছ।