কবিতা: শিক্ষার আলো

প্রকাশিত: জুলাই ১২, ২০২০

শিক্ষার আলো
-তনু ঘোষ

লেখাপড়া নয় সোজা যদি না গ্রহণ করো শিক্ষা
বাবা-মায়ের কাছে প্রথমে নিতে হয় এই দিক্ষা,
শিক্ষার আলো জ্বালিয়ে আমরা দেশের মুখ করবো উজ্জ্বল,
তবে এদেশের মানুষের মুখে থাকবে হাসি আর প্রাণ থাকবে স্বচ্ছল।

লেখাপড়া করে মোরা জ্বালবো শিক্ষার আলো,
শিক্ষাগ্রহণই অধিকার,দেশ থাকবে না আর কালো।
আকাশ যেমন হয় নীল,পাখির কণ্ঠে ওঠে গান,
লেখাপড়া করে প্রদিপ জ্বালবো মোরা,
কারও মুখ থাকবে নাকো ম্লান।

যে গ্রহণ করে না শিক্ষার আলো,তাকে ভয় আর অন্ধকার বলে!
আমার সাথেই চলো।
শিক্ষার আলো ছড়াবো আমরা সকলের মধ্যে রেখে সাম্য,
সুশিক্ষিত ও উচ্চজাতি পরিচয়,আমাদেরই কাম্য।।