ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমোদনহীন গুদামে ওষুধ ও শ্যাম্পু রাখার দায়ে পাঁচ ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন ফার্মেসীতে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লাকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন,”ভাই ভাই মেডিকেল স্টোরকে নকল হ্যান্ড স্যানিটাইজার রাখার অপরাধে ৫ হাজার টাকা, রুহুল ফার্মেসীকে অনুমোদনহীন শ্যাম্পু রাখার জন্য ১ হাজার টাকা, মেসার্স জিহাদ মেডিসিন কর্নারকে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে ৫০০টাকা, অনুমোদনহীন গুদামে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে শাহাদাৎ ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং মেসার্স ড্রাগ হাউসকে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে ৭হাজার টাকা জরিমানা করা হয়।”
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় পীরগঞ্জ থানার এসআই স্বপনসহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।