ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৭বছর বয়সী এক কলেজ ছাত্রী।
সোমবার বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মাছখুরিয়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
তরিকুল জানান, ওই গ্রামের রামকান্ত রায়ের নাবালিকা মেয়ের সাথে পাশ্ববর্তী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রবী রায় নামে একজনের বিয়ের প্রস্তুতি চলছিল। বাল্যবিয়ের এমন গোপন খবরে ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাই এবং বিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়। পরে কনের বাবাকে থানায় নিয়ে এসে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।