৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’। দিবসটির মূল প্রতিপাদ্য হলো আদিবাসীদের জীবনধারা, মৌলিক অধিকার ও মানবাধিকার, আদিবাসী জাতিসমূহের ভাষা ও সংস্কৃতি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ অ-আদিবাসী জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে তোলা।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দোয়েল সংস্থা জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গুচ্ছ গ্রামে সমতলের ৫০জন সাঁওতাল আদিবাসীর মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে।
এসময় সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরিচালক বেলাল হোসেন, আদিবাসী নেতা জয়দেব মুর্মু, জোসেফ মুর্মু, সরেন মার্ডি সে সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে জাতিসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের ৯০টি দেশের ৩০ থেকে ৩৫ কোটি আদিবাসী উদযাপন করে থাকেন এই দিবসটি।