ঠাকুরগাঁও-৩ : বিএনপির কান্ডারি জাহিদুর রহমানেই তৃণমূলের আস্থার প্রতীক

রিপোর্ট: এ আর হৃদয়✍️
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের রাজনীতিতে এক পরিচিত ও বলিষ্ঠ নাম জাহিদুর রহমান। সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি এ আসনে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। দলের দুঃসময়ে মাঠে থাকা এ নেতাকে ঘিরেই এবার দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা; আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিএনপির প্রার্থী হবেন তিনিই।
জানা গেছে, দলীয় কার্যক্রম থেকে শুরু করে স্থানীয় নানা রাজনৈতিক পরিস্থিতিতে জাহিদুর রহমানের ভূমিকা সবসময়ই সক্রিয় ও লক্ষ্যনীয়। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ, জেলাভিত্তিক সাংগঠনিক দক্ষতা এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় তাঁর অসামান্য অবদান তাঁকে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির ‘ভরসার প্রতীক’ করে তুলেছে।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জাহিদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান প্রায় সবাই। একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিক হিসেবে তাঁর বিকল্প নেই বলেই মনে করেন তাঁরা।
পীরগঞ্জ উপজেলা বিএনপির অনেক নেতাই জানান, বিএনপি নেতা জাহিদুর রহমান এই এলাকায় বিএনপিকে সুসংগঠিত রেখেছেন। আন্দোলন-সংগ্রামে তাঁর দৃঢ় অবস্থান ও সাহসী ভূমিকা তাঁকে দলের প্রতীক করে তুলেছে। তাঁর জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা তাকেই আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে তুলে ধরার পক্ষে সবচেয়ে বড় যুক্তি।
জাহিদুর রহমান নিজেও বলেছেন, সবসময় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আছেন এবং থাকবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, জাহিদুর রহমানের মত অভিজ্ঞ ও মাঠের রাজনীতিতে সক্রিয় নেতাকে সামনে রেখে বিএনপি ঠাকুরগাঁও-৩ আসনে একটি শক্তিশালী অবস্থানে যেতে পারে। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও জনভিত্তি এ আসনে বিএনপির সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে।
আগামী নির্বাচন সামনে রেখে জাহিদুর রহমানকে ঘিরেই গড়ে উঠছে ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির নতুন স্বপ্ন ও সম্ভাবনা।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদুর রহমান ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন।