হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মমতাজ হাসান রিফাত।
যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন—মোঃ রাকিব হাসান জিরান, মোঃ আবু সাঈদ, মোঃ শামস হোসেন রামিম, মোঃ শাহরিয়ার নাজিম সাহেদ, মোঃ সাব্বির আহম্মেদ, মোঃ সাব্বির হোসেন মুন্না, মোঃ নাজমুল হাসান ইমন, মোঃ মিনহাজ রাকিব, মোঃ তাসফিকুর রহমান, মোঃ আব্দুর রহিম ও মোছাঃ সুমনা সুমু।
সদস্য সচিব হয়েছেন মোঃ আনসারুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন—মোঃ নোবেল হাসান, মোঃ ইসলাম ফিরোজী রাজু, মোঃ তানজিমুল ইসলাম রিদম, মোঃ আব্দুল্লাহ আল সুজন, মোঃ আশরাফুজ্জামান ইমন, মোঃ সুমন আলী, মোঃ আব্দুল্লাহ আল মইনুদ্দিন রাব্বি, মোঃ মারুফ হাসান, মোছাঃ সানজিদা পারভীন রিপা ও মোছাঃ ইজাজ সানজিদা খানম।
মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন অরুন রায়। সদস্য হিসেবে রয়েছেন—মোঃ তাসনিমুল হাসান প্লাবন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুরাগ, মোঃ মাহবুব ইসলাম, মোঃ সেজান ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান, অশেষ বৰ্মন, অজয় ঘোষ, কামরুন নাহার আঁখি, এলিজা আক্তার, বিথী রব্বানী,আফসানা মিমি, নাহরিন হাসান প্রমি, নুসরাত জাহান, তামান্না ইয়াসমিন তিথি ও ত্রিদিব দাস অন্ত।
বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জানান, এ কমিটি আগামী দিনে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।