দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর দুর্দশাগ্রস্ত জনগণকে মানবিক সহায়তার জন্য দেড় কোটি টাকা অর্থ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ জমা দেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।
এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।