পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা হয়েছে। ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় চত্ত্বরে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক কাউন্সিলর মোজেম্মেল হক, বিদ্যুৎসাহী মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। পুরষ্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।