পীরগঞ্জে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্বিবিদ্যালয়ে এবার ভর্তির সুযোগ পাওয়া ঠাকুরগাওয়ের পীরগঞ্জ সরকারী কলেজ থেকে পাস করা ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ সরকারী কলেজের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেয়া হয়। কলেজের সভা কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসানের সভপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা বক্তব্য দেন,

কলেজে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক একরামুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক বদরুল হুদা, সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক অজাহারুল, আইয়ুর আলী ও খলিন্দ্র নাথ বর্ম্মন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, অভিভাবক আব্দুল ওয়ারেশ, মঈনুল হক, নাসরিন আকতার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃতি শিক্ষার্থী দেওয়ান নফিস, সানজিদা ইসলাম মুমু প্রমূখ। সভা সঞ্চালনা করেন প্রভাষক রোকনুজ্জামান।

সংবর্ধনা দেওয়া হলো যাদেরঃ মোছাঃ মিরা আক্তার (শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ), আয়শা সিদ্দিকা মিনা( শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ), জিনিয়া আফরোজ জুই (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ), জিপসি (এম আব্দুর রহমান মেডিকেল কলেজ), রুনা আক্তার ( এম আব্দুর রহমান মেডিকেল কলেজ),শাহরিয়ার কবীর সিফাত(রাজশাহী মেডিকেল কলেজ), সানজিদা ইসলাম মুমু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), মহোনা আফরোজ মিলি ( শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর), আবিদা আকতার ইদুলী (শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট), ওয়াহিদা জান্নাত ফাতেমা( ঢাকা ডেন্টাল কলেজ), অপু চন্দ্র রায় ( নওগাঁ মেডিকেল কলেজ),

ফাড়িয়া সানজিদা (ঢাকা বিশ্ববিদ্যালয়), মাসুমা আকতার মিমি(ঢাকা বিশ্ববিদ্যালয়), দেওয়ান নাফিস ইকবাল (রুয়েট), হাসিবুল ইসলাম(ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মোছাঃ শামিয়া আফরোজ সাথী(রুয়েট)। এদের অনেকের সাথে তাদের বাবা ও মা এ সময় উপস্থিত ছিলেন।
সবার সংবাদ ২৪ ডট কম