কৌশলে গোপনে খাবারে বা পানির সাথে চেতনা নাশক মিশিয়ে বাড়ির সকলকে অবচেতন করে রাতে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার ঘটনা একের পর এক ঘটেই চলছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের লোহাগাড়া এলাকায়।
সর্বশেষ গত শনিবার দিবাগত রাতে লোহাগাড়ার বিশিষ্ট ব্যবসায়ি হাফিজুল ইসলামের বাড়ির সকলকে চেতনা নাশক খাওয়াইয়ে নগদ ৭০ হাজার টাকা ও ২৫ ভরি স্বর্নের অলংকার ডাকাতি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র।
এদিকে চলতি মাসের ৬ তারিখে ভোমরাদহের সাহাপাড়া গ্রামের ধান চাল ব্যবসায়ি সুমন সাহার বাড়ি হতে একই কায়দায় টাকা স্বর্ন ও মালামাল লুট করে নিয়ে যায় ঐ চক্রটি।
গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভোমরাদহ ইউনিয়নের সাবেক প্রয়াত চেয়ারম্যান আলী কায়কোবাদের বাড়িতে চেতনা নাশক খাওয়ায়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চক্রটি।
এখন পর্যন্ত কোন ঘটনারই সুরাহা হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।
এনিয়ে এলাকার মানুষের মাঝে বেশ আতংক দেখা দিয়েছে।
এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাননি বলে পীরগঞ্জ থানা পুলিশ জানায়।