
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনলাইন ভিডিও প্রতিযোগিতা ‘আমার চোখে পীরগঞ্জ ৫১১০’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় কালচারাল সোসাইটি অব পীরগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৩৫ জন। এর মধ্যে অনলাইনে জনমতের ভিত্তিতে ১০ জনকে বাছাই করা হয়। পরে বিচারকদের মাধ্যমে সেরা পাঁচজন বিজয়ী নির্ধারণ করা হয়।
প্রথম ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সাজেদুর রহমান সাজু, রনি হাসান, সাহেব আলী, তানভীর স্বচ্ছ ও সাফিল হাসান সৌহাদ্য। দ্বিতীয় ক্যাটাগরিতে জয়ী হয়েছেন পারভেজ, রাজা সরকার, সাজিদ, মেহেদী ও মায়া। বেস্ট ফিমেল ক্যাটাগরিতে মারজিয়া মায়াকে বিশেষ ক্রেস্ট, সনদপত্র ও বই দেওয়া হয়।
বিচারক ছিলেন উপজেলা আইসিটি অফিসার সুমিত গুপ্ত, কালচারাল সোসাইটির উপদেষ্টা শিরোপা আজিম, মেহেদী হাসান ও আবৃত্তিশিল্পী লাবণ্য মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকি ইসলাম, স্বাগত বক্তব্য দেন আলিম আল রাজি কবি আরফান আলী এবং সঞ্চালনা করেন সাদিক আরমান রাফিন।
প্রতিযোগিতার ভিডিওতে পীরগঞ্জের ১০ ইউনিয়ন ও পৌরসভার সমস্যা, সম্ভাবনা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও দর্শনীয় স্থান তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আয়োজনে সহযোগিতা করে ক্যাম্প সাগুনী, ইমন স্টিল, এনওয়াইএস ক্লাব ও স্টাইল ফিউশন।