পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোমরাদহ ইউনিয়ন শাখা’র উদ্যোগে বৃহস্পতিবার (১৩ মার্চ ) মিলন বাজার ফুটবল খেলা মাঠে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোমরাদহ ইউনিয়ন জামায়াতের আমীর হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান , পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, সেক্রেটারী বাবুল আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য নুরুজ্জামান প্রমুখ । ইফতার মাহফিলে উপজেলা ,ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের ইসলামীর অঙ্গ সংগঠনের দায়িত্বশীল পদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।