
ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত মুখ অ্যাডভোকেট আবু সায়েম। আগামী পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তবে কবে নাগাদ পীরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এই দিনক্ষণ ঠিক না হলেও, মেয়র পদে অ্যাডভোকেট আবু সায়েমের প্রতিদ্বন্দ্বিতা করার এই খবরে পীরগঞ্জে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবু সায়েম। ২০০২-০৩ সেশনে সংস্কৃত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। সে সময়কার রাজনীতিতে তিনি ছিলেন আদর্শিক লড়াইয়ের অংশীদার। রাজপথের আন্দোলনে সক্রিয় থাকায় তাঁকে কারাবরণও করতে হয়েছিল। পরবর্তীতে ইউআইটিএস বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করে ২০১১ সালে ঠাকুরগাঁও জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন তিনি। দুইবার পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে তিনি জেলার সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
পীরগঞ্জের অলিগলিতে পরিচিত মুখ আবু সায়েম। তাঁর ব্যক্তিজীবনে নেই কোনো বিলাসিতা, নেই ব্যক্তিগত সম্পদ বা ক্ষমতার লোভ। আছে কেবল মানুষকে ভালোবাসার এক সরল জীবনদর্শন এবং অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করার সৎ সাহস।
পৌর শহরের অনেক বাসিন্দা বলেন, ‘সায়েম ভাইয়ের মতো মানুষ রাজনীতি করলে সমাজ বদলায়। তিনি নেতা নন, আমাদের মতো সাধারণ মানুষের একজন প্রতিনিধি।’ একই কথা জানিয়ে এক শিক্ষক বলেন, ‘দলমত ভুলে যদি যোগ্য কাউকে নির্বাচিত করতে হয়, তাহলে আবু সায়েমই সবার আগে যোগ্য।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম বলেন, ‘আমার রাজনীতি অধিকার আদায়ের। এখন আমি চাই এই পৌরসভায় সুশাসন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে। তরুণদের জন্য কর্মসংস্থান, শহরের পানি নিষ্কাশন,শহরকে যানজটমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আমার অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি হতে চাই। তাঁদের কষ্ট-বেদনা, আশা-আকাঙ্ক্ষার কণ্ঠস্বর হতে চাই।’
আগামী পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে অ্যাডভোকেট আবু সায়েমের প্রার্থীতা যেন এক ধরনের সামাজিক আন্দোলনকেই জন্ম দিচ্ছে বলে মনে করছেন অনেক সচেতন নাগরিক। আগামী দিনে এই আলোচনার ধারা কোথায় গিয়ে থামে, তা সময়ই বলবে। তবে জনগণ আর চায় না প্রতিশ্রুতির ফুলঝুরি, তারা চায় একজন পরীক্ষিত, নিষ্ঠাবান ও মানবিক নেতৃত্ব। এবং সে দাবিতে আবু সায়েম হচ্ছেন একটি বিশ্বাসের নাম এমনটাই বলছেন তাঁর সমর্থকরা।