ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাত্র ৭টাকায় ২ঘন্টা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস সেবা চালু করেছে কার্নিভাল ইন্টারনেট।
কার্নিভাল ইন্টারনেট পীরগঞ্জ শাখার পরিচালক আরিফুজ্জামান বাবু বলেন, ” গ্রাম পর্যায়ের মানুষ যাতে অল্প খরচে দ্রুতগতির নেট ব্যবহার করতে পারে সেজন্য কার্নিভাল ইন্টারনেট বিভিন্ন প্যাকেজে এই সেবা দিতে যাচ্ছে। ৭টাকা দিয়ে ২ঘন্টা, ১৫টাকা দিয়ে ১দিন (আনলিমিটেড), ২৫ টাকায় ২দিন, ৫০টাকায় ৫দিন, এছাড়াও ১মাসের কার্ড ২৪৯টাকায়।নিচের এসব নাম্বারে ফোন করে কার্ড সংগ্রহ করা যাবে- ০১৭১৬৫১৬৫৬৫,০১৭৭৪২৯৫০৯৮,০১৭৫০০৩৩২৩৭।”
বর্তমানে এই সেবা পাওয়া যাবে পীরগঞ্জের যেসব এলাকাতে- পীরগঞ্জের ফুটকি বাড়ি, চাপোড়, বালুবাড়ি, গোদাগাড়ি, কেটগাঁও, কোণপাড়া, ব্র্যাক, টিএনটি রোড, ঢাকাইয়াপট্টি, কলেজ বাজার, পশ্চিম চৌরাস্তা, পূর্বচৌরাস্তা, মুন্সিপাড়া, নেতামোড়, হাসপাতাল গেট, রাইসমেল গেট, ভাকুড়া, স্টেশন প্লাটফর্ম।