রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রকাশিত: আগস্ট ১২, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মালবাহী ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উপজেলার মহাসড়কের মীরডাঙ্গী নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা। নিহত যুবক হলেন হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোজাম্মেল ওরফে তামিম(২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত যুবক তামিম মোটরসাইকেল যোগে রাণীশংকৈল থেকে নেকমরদের দিকে যাচ্ছেছিল। আর অপরদিক থেকে আসছিল মালবাহী ট্রাকটি। পথিমধ্যে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকল আরোহী গাড়ী নিয়ে পড়ে যায়। এমন সময় ট্রাকটিও চলে আসলে তামিম ট্রাকের ডান চাকার সাথে ধাক্কা খেয়ে সড়কেই লুটিয়ে পড়ে।

তামিমকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হেলাল কবির রোগীর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে স্থানতর করে। এতে পথি মধ্যেই মারা যায় তামিম। ট্রাক ও মোটরসাইকেল বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে। তবে স্থানীয়রা জানায় তামিম নিয়ন্ত্রনহীন গতিতে মোটরসাইকেলটি চালিয়ে নেকমরদের দিকে যাচ্ছেছিল।

থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।