রাণীশংকৈল থানায় নয়া ওসি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন এস এম জাহিদ ইকবাল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি ওই থানায় ওসি হিসেবে যোগদান করেন।

সদ্য রাণীশংকৈল থানার ওসি জাহিদ ইকবালে বাড়ি যশোর জেলার শহরে। ২০০৬ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি কুষ্টিয়া সদর থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর প্রমোশন পেয়ে তিনি কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি ঠাকুরগাঁওয়ের গোয়েন্দা পুলিশে (ডিএসবি) প্রায় ৭ মাস দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি রাণীশংকৈল থানার ওসি হিসেবে যোগদান করেন।

রানীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল মান্নানের বিদায় ও নতুন অফিসার ইনর্চাজ (ওসি) জাহিদ ইকবালকে বরণ উপলক্ষে রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।