
প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। এরই ধারাবাহিকতায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ ইউনিয়নের জন্য ২০ জন ডিলার নিয়োগ প্রক্রিয়া সরাসরি লটারির মাধ্যমে সম্পন্ন করেছেন তিনি, যা এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ লটারি কার্যক্রমে ১০ ইউনিয়নের মোট ৮৯ জন আবেদনকারী অংশ নেন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশে ডিলার নির্বাচন করা হয়।
ইউএনও রকিবুল হাসান বলেন, “প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতেই আমরা এই লটারির ব্যবস্থা করেছি। এতে কেউ প্রশ্ন তোলার সুযোগ পাবে না, আর সাধারণ মানুষের আস্থাও বাড়বে।”
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর যুবদলের সভাপতি হায়দার আলী প্রমুখ।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন, “ইউএনও রকিবুল হাসানের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করার ফলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে। এ ধরনের স্বচ্ছ প্রক্রিয়া সারা দেশের উপজেলাগুলোতে অনুসরণ করা উচিত।”
উপস্থিত অনেকেই জানান, এমন স্বচ্ছ ও গণমুখী প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় করবে।