জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে পাঁচবিবির ছোট যমুনা নদী থেকে র্যাবের সহকারী পরিদর্শক সাহেদুজ্জামানের লাশ উদ্ধার করা হয়।
সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিকালে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে যান র্যাবের এসআই সাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য। এ সময় র্যাব সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে আসামিরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদও তাদের ধরতে ঝাঁপ দেন। বেশ কিছুক্ষণ পর নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।