জুলাই মাসের বর্ধিত বেতন হিসেবে ভাতা পাবেন শিক্ষকরা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

আগামী ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

রোববার (১৯ জুলাই) এ প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।

অধিদপ্তর বলছে, যেহেতু জুলাই মাসের বেতনের শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হয়েছে, তাই জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেওয়া হলে শিক্ষকরা কিছুটা কম টাকা পাবেন। প্রাথমিকভাবে জুলাই মাসকে হিসেবে ধরে অধিদপ্তরগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ উৎসবের টাকা ছাড়ের প্রস্তাব পাঠাবে।

তবে, কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ উদযাপন হয় তাহলে শিক্ষকদের জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতার টাকার পরিমাণ নির্ধারণ করে হবে। পরবর্তী মাসের এমপিওর সঙ্গে বাড়তি টাকা সমন্বয় করে দেওয়া হবে।