ঠাকুরগাঁও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। রোববার জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।
ঠাকুরগাঁও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ফলজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করেন, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো: রুবেল উকিল। এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি’র সদর উপজেলা প্রশিক্ষক ও সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার রায়, উপজেলা প্রশিক্ষিকা শাহানা বেগমসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর দলনেতা-দলনেত্রী এবং ইউনিয়ন আনসার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডারদের মাঝে ২শতাধিক ফলজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পুরো জেলায় ১ হাজার ফলজ এবং ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।