
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়ীকে ৩ দিন করে বিনাশ্রম জেল ও ১’শ টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার বাঁশগাড়া এলাকা থেকে তাদের জুয়ার আসর থেকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেল ও জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম জানান, উপজেলার বাঁশগাড়ায় কিছু জুয়াড়ী জুয়া খেলছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসর থেকে ওই এলাকার আশানন্দের ছেল সুমন রায় (২০), আব্দুল খালেকের ছেলে শাহিন (৩৪), মফিজ উদ্দীনের ছেলে শাহাবুল (৬৫), জগদীশের ছেলে নারায়ন (২৬) এবং নুর ইসলামের ছেলে মজিদুল (৫৫) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের জেল ও জরিমানা করা হয়।