রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৯, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে রবিবার দুপুরে ডোবার পানিতে পড়ে হোসাইন আলী (৩) নাম এক শিশুর মৃত্যু হয়েছে। হোসাইন পৌর শহরের দক্ষিণ সন্ধ্যারই হাজীপাড়া এলাকার ইসমাইল হোসেন ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, দুপুরে হাসান ও হোসাইন দুই জমজ ভাই বাড়িতে খেলা করছিল। বাড়ির লোকজন নিজেদের কাজে ব্যস্ত থাকে। হঠাৎ এর মধ্যে হোসাইনকে খুঁজে না পাওয়া গেলে তাঁর মা ও নানি বাড়ির বাইরে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের বাড়ির দক্ষিণ পাশে ৭০-৮০ গজ দূরে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকস শিশুটিকে মৃত ঘোষণা করেন।