ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দ্বিতীয় বারের মত গণিত ও জীব বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আল হাসানাহ স্কুলে শুক্রবার দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। আল হাসানাহ স্কুল সায়েন্স ক্লাব এ উৎসবের আয়োজন করেন। এতে ঠাকুরগাও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার ৮১টি স্কুলের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়।
বিকাল সাড়ে ৫ টায় বিজয়ীদের মাঝে পদক তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, আল হাসানাহ স্কুলের পরিচালক ইত্তেশাম উল হক মিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুটি গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান ছাড়া উভয় গ্রুপের ২০ জন করে বেষ্ট পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে এক ভরি সোনা, দ্বিতীয় পুরস্কার হিসেবে এক ভরি রুপা এবং তৃতীয় পুরস্কার হিসেবে এক ভরি ওজনের ব্রোঞ্চ পদক প্রদান করা হয়।
সবার সংবাদ ২৪ ডট কম