রাণীশংকৈলে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উদীচী শিল্পগোষ্ঠীর ব্যানারে এবং সংস্কৃতিসেবী ও সংগঠনগুলোর অংশ গ্রহণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ চত্বরে জেলা ও উপজেলার দুঃস্থ অসহায় অস্বচ্ছল শিল্পীদের নামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সরকারী ভাবে মাসিক/বাৎসরিক অর্থ সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ এনে এবং পুনরায় তা সঠিকভাবে সত্যিকারের অসহায় দুঃস্থ শিল্পীদের নাম সংযুক্ত করে তালিকা প্রণয়নের দাবীতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবু, সম্পাদক আশরাফ আলী, সহ-সম্পাদক মজাহারুল ইসলাম বকুল,আর.ডি. থিয়েটারের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জিল্লু,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া হাবিব ডন প্রমুখ।