ঠাকুরগাঁওয়ে কিশোরী অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: জুলাই ১৬, ২০২০

ঠাকুরগাঁওয়ে এক কিশোরী (১৩) অপহরণের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে অপহরনকারী জসিম ওরফে জিসান (১৯) কে গ্রেফতার করে।

জানা যায়, গত ৬ জুলাই সদর উপজেলার কিসামত কেশুরবাড়ী এলাকার শফিউল আলম (৪২) এর কিশোরী কন্যাকে অপহরণ করে নিয়ে যায় জসিম ওরফে জিসান। ওই দিন আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখুজির পর না পেয়ে পরদিন ৭ জুলাই ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরী করেন কিশোরীর বাবা।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে জিসান অপরহরণ করে নিয়ে পালিয়ে যায় সংবাদ জানতে পেরে গত বুধবার ঠাকুরগাঁও সদর থানায় কিশোরীর পিতা বাদী হয়ে জসিম ওরফে জিসানের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন। ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে অপহরনকারী জিসানকে গ্রেফতার করে।