কুয়াশাচ্ছন্ন সকাল
…..সুমাইয়া আকতার ফেন্সী
প্রচন্ড কুয়াশায় প্রকৃতি আচ্ছন্ন
শুভ্র হয়েছে যেন সবুজ অরণ্য।
ভোরের পাখির ডাকে ঘুম ছেড়ে উঠে,
হাটতে গেলাম ভোরের সেই শিশির সিক্ত মাঠে।
কুজ্ঝটিকাকে ভেদ করে ঐ সূর্যের আগমন
পারেনা ফেলতে সূর্যরশ্মি ঝপসা এ ভুবন।
ধীরে ধীরে যবে কুয়াশা কেটে উঠবে রবি হেসে,
প্রকৃতি হয়ে উঠবে চঞ্চল নানান রকম বেশে।