কবিতা: আকাঙ্খা

প্রকাশিত: জুলাই ৯, ২০২০

আকাঙ্খা
-তনু ঘোষ

দীর্ঘ প্রতিক্ষার প্রহর পেরিয়ে এসেছি তোমার দ্বারে
দেখা হোক, বা নাই হোক এবারে।

মেঘের গুরুগুরু ডাক,বৃষ্টির রিমঝিম বোল
সুক্ষ্মতায় কণ্ঠ ভরে দিয়েছে যে সুরে।
হতে চাই বৃষ্টি, বিনা বাধায় বসুমাতায় পড়ি!
হতে চাই ঝরণা, মানবের মন মুগ্ধ করি!
হতে চাই রংধনু, এক পশলা বৃষ্টির পড়ে!
হতে চাই ফুলের মৃদ্যু সুবাস, পাগল করে তারে!
তবে এসব হোলাম, বা নাই হোলাম এবারে।

যদি হতাম প্রতিজ্ঞ, মনের তীব্র তেজে আমি!
যদি হতাম সাগর, সকলের দ্বারে মিশে যেতামি!
তবে! হতে চাই না ঝড়,
যা নিমিষেই করে সুখ বিসর্জন,
ভেঙে ফেলে মন, করে পাষাণবৎ,
মনুষ্যত্ব, বন্ধুত্ব, প্রেমের পরশ একখানি,
মানব গড়ন পেয়েও মনুষ্যত্বহীন আমি!
তবে সামান্য মনুষ্যত্ব নিয়ে বাঁচিবার আকাঙ্খায় ফেরে,
তবে এসব হই, বা নাই হই এবারে।