পাটের শাড়ির লাল পাড়

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪

পাটের শাড়ির লাল পাড়
—নির্মলেন্দু গুণ
কী সুন্দর এতদিন লুকিয়ে রেখেছো
বুকের মাংসের নিচে কালো ধান,
পাটের শাড়ির লাল পাড়ে
সোনালি বিদেশী মুদ্রা, ভালোবাসা, টাকা।
কী সুন্দর এতদিন লুকিয়ে রেখেছো
শাক-শব্জি, টমেটো, গোলাপ ফুল,
আম-জাম, হিজলের ছায়া।

এতদিন কী সুন্দর রাখতে লুকিয়ে
শৈশবের ধুলো থেকে বার্ধক্যের কোমল কবর।
তোমার ঋণের বোঝা ঘরে ঘরে, রক্তে রক্তে,
বুকে বুকে দোলা দিয়ে যেত।

স্বদেশের সবুজ সঞ্চিত শোভা
কী সুন্দর এতদিন রেখেছো লুকিয়ে।
এবার হয়েছে ঋণী মানুষের কাছে,
যার রক্তে ঋণ ছিল, তার বুকে নিয়েছো আশ্রয়।
আজ তাই মাটির নরোম মাংসে
ফলে না ফসল, কালো ধান।

রূপালি ফলার ঘায়ে বাংলাদেশ ভরে ওঠে হাড়ে,
অজস্র কংকাল, খুলি, চুড়িভরা হাত
এখন তোমাকে ঢাকে পাটের শাড়ির লাল পাড়ে।