মা
-সুজাউল্লাহ অভিমান
স্নেহের আঁচলে জরানো
সেই আদুরে খেয়াল,
আজো পড়ে মোর মনে,
কোথাও কি আর পাবো?
এতো সুমধূর স্নেহ
আমার এ গোটা জীবনে।
জীবন খেলায় মেতেছি সবাই
মায়ের স্নেহ যখন বিলীন
কখনো ভাবিনি,কেও কোনদিন
কেমোনে মেটাব মায়ের অমুল্য ঋন?
রঙিন নেশায়, ক্লান্ত পেশায়
কি ভরশায় কিশের আশায়,
জড়িয়ে রাখেছিলেন মা ভালোবাসায়
সেই মা এখানে অবহেলায়।
ব্যস্ত সময়ে, ক্লান্ত জীবনে
তাই বৃদ্ধা মা এখন বৃদ্ধাশ্রমে,
ভিটে-মাটি সবি পেয়ে
ভুলিলাম মোর দরদী মায়ে
মাতিলাম হায় এই সুন্দর ভুবনে।
ছোট সংসার গড়িলাম আমার
সাথে নেই শুধু মা,
জনম দুঃখিনী মা, নিড়বে একা একা
আমার জন্যে শুধু করেচলেছেন প্রার্থনা।
সময় পেড়লো, দিনও ঘনাল
রঙিন জিবন যখন সাদা-কালো,
কি কারণে, কি বা দোষে?
খোকা আমায় তাড়িয়ে দিল।
মাগো খোকা এখন আমার বড় খুশি
পেয়ে আমার সোব ভিটে মাটি,
মা এখন আমি তোমারি মতো আছি-
হয়ে বৃদ্ধাশ্রম বাসী।
একাকিত্ব এই জীবনে
মাগো তোমার কোথায় এখন মনে পড়ে,
কোথাও কি আর পাবো ফিরে-
তোমার মতো এমন আপনজনকে।