আকাশ ঘুরি
-তনু ঘোষ
আকাশে যে ভেসে বেড়ায় তুলোর মতো ঢেউ!
আকাশে যে অসংখ্য তারা, তা কি গণনা করতে পেরেছে কেউ!
সূর্যদয়ে যখন সূর্য ওঠে, কৃষকেরা ছুটে চলে মাঠে
সকালে সূর্যের তেজ, রাতের আকাশ বেজায় আমেজ।
সূর্য সারাদিন অক্লান্ত দাঁড়িয়ে ঠায়,
সময় হলে অস্ত যায়, চারদিক অন্ধকার ঘনিয়ে আসে প্রায়।
রাতের আকাশে অগনিত তারার মেলা,
মুগ্ধ হয়ে আকাশ পানে, করি খেলা।
রাতের আকাশে প্রিয় হলো চাঁদ,
মহাজনেরা তা নিয়ে লিখেছে
কত উপকথা আর প্রবাদ ।
বাংলার মাটিতে আকাশ দেখতে ভালো লাগে সবার ,
তাই বাংলাপ্রিয় মানুষের মন এতো যে উদার।