কবিতা: প্রতীক্ষা

প্রকাশিত: জুন ৩০, ২০২০

কথাছিল,দেখা হবে
খোলা আকাশের নিচে কিংবা
লোকজনের ভীড়ে।
কথাছিল,আমরা হারিয়ে যাব
তোমার শহরের আশেপাশে
অথবা একটু দূরে।
সে কথাও ছিল,
তোমার বুকে জড়িয়ে
সহস্র ভালোবাসা নেব।

বছর গুণলাম, মাস গুণলাম
সপ্তাহ আর গোণা হলো না।

পৃথিবীতে নাকি প্রকৃতি দিয়েছে হানা।
এ জগতের আদি সত্য শব্দ
‘মৃত্যু’ নৈঃশব্দে জানিয়ে দিল।

পৃথিবী অসুস্থ বাহিরে যাওয়া,
মানা।
ও প্রকৃতি তুমি বড় হিংসুটে
আমার সুখ তোমার সয়না,
তাইতো প্রতীক্ষার প্রহর
শেষ হতে দিচ্ছোনা।
প্রকৃতি,
তুমি জানোনা?
অপেক্ষা,প্রতীক্ষা ভিন্ন দুটো শব্দ।
প্রতীক্ষার প্রহর শেষ হয়!!
হবে।
আমাদের ও দেখা হবে
হতেই হবে!!
খোলা আাকাশের নিচে কিংবা
লোকজনের ভীড়ে।