ভাবতে চাইনা আর কিছু
ভাবনার টানলাম ইতি,
পরিশেষে লিখব এবার
পি.জি.সি এর গীতি।
পড়েছি আমি মানবিক বিভাগে
যুক্তি,পৌড়নীতি,অর্থনীতি নিয়ে,
শিখেছি আরো অনেক নীতি সবটা কাজে দেবে ভবিষ্যতে গিয়ে।
একরামুল স্যার অনেক ভালো
পি.জি.সি তে অর্থনীতির আলো,
মমিনুল স্যার ও কম নয়
অর্থনীতির ভয় কে করিয়েছেন জয়।
যুক্তি শেখায় মামুন স্যার
আরেকটু বলি অভ্যাস উনার,
পড়ার ফাঁকে সাধারণ জ্ঞান
মাঝে মাঝেই করতেন দান।
মাসুম স্যার এর বাণীতে
মুখস্থ নেই পৌরনীতিতে,
অঞ্জনা মেম ও বেশ পড়ান
সময় পেলেই গল্প শোনান।
কৃষি মেম দেখে সবাই
পড়াশোনায় উৎসাহ পাই,
যেমনি রুপ,তেমনি গুণ
লেখা পড়াতেও অনেক নিপুণ।
হঠাৎ এসেই প্রিন্সিপাল স্যার
সাজিয়ে দিলেন কলেজ এবার,
নতুন সাজ, নতুন রুপ!
নতুন নিয়ম দেখে সবাই
আমার প্রিয় কলেজটাতে,
থেকে যাওয়ার প্রোৎসাহ পাই।
নিয়মিত ক্লাস করেছি
কোনো প্রোগ্রাম ও ছাড়িনি,
দু’ বছর অল্প সময়ে
পুরস্কার ও কম পাইনি।
বেশ খানিকটা কেটেছে সময়
দ্রবীভূত হবে সবকিছু,
স্মৃতি গুলো পরে রবে
ছাড়বেনা কখনো পিছু।
বিদায়, বিদায় বিষন্নতায়
কি বলিবো আর শেষে,
আসিব ফিরে এই কলেজে
হয়তো অভিভাবক,
নয়তো কর্মকর্তার বেশে।
লেখক: শিক্ষার্থী, পীরগঞ্জ সরকারি কলেজ,ঠাকুরগাঁও