আশা জাগানিয়া : রুদ্র অয়ন ডেস্ক ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২০ আশা জাগানিয়া -রুদ্র অয়ন ক্ষণে ক্ষণে মনে হয় এলো কেউ, ভালবেসে তুললো সে প্রেম ঢেউ। আশা জাগানিয়া কেউ আসবে কি, হৃদয়টা পাবে কারো পরশ কি! বুকের মাঝে শূন্যতা জেগে রয়, কার যেন ছোঁয়া খুঁজে এ হৃদয়। ২২৯ SHARES বিজ্ঞাপন সাহিত্য বিষয়: বিজ্ঞাপন