পীরগঞ্জে মিনি বাস চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: মে ২৪, ২০২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিনি বাসের চাকায় পৃষ্ট হয়ে মাহাবুব সানি (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের পীরগঞ্জ পলিকেটনিক্যাল কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। সানি পৌর শহরের কলেজ বাজার এলাকার জালাল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সানি সেতাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে পীরগঞ্জে আসছিল। পথে বিপরীত দিক একটি যাত্রীবাহী মিনিবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।