পীরগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ বদরুল হুদা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩

পীরগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক বদরুল হুদাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ- ২ শাখা এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়নের আদেশ দেয়া হয়।

বদরুল হুদা সহযোগী অধ্যাপক হিসেবে পীরগঞ্জ সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। সম্প্রতি অধ্যাপক হিসিবে পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিধপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রেষণে পীরগঞ্জ সরকারি কলেজে কর্মরত ছিলেন। বদরুল হুদা পীরগঞ্জে শহীদ ডাঃ সুজাউদ্দীনের কনিষ্ঠ পুত্র। তিনি ১৬তম বি.সি.এস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পীরগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। সোমবার পীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে তার যোগদান করার কথা রয়েছে। পীরগঞ্জের কৃতি সন্তান বদরুল হুদাকে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় ঠাকুরগাঁও- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ, প্রাক্তন এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন এবং শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।