গ্রাম পুলিশদের সজাগ থাকার নির্দেশ পুলিশ সুপারের

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেছেন, থানা এলাকায় কোথাও কোন প্রকার নাশকতা মূলক কর্মকান্ড বা দেশদ্রোহী কর্মকান্ড না হয় সে ব্যাপারে সকল গ্রাম পুলিশদেরকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ থানায় গ্রাম পুলিশ প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা(গ্রাম পুলিশ) সার্বক্ষনিক প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আপনাদের দৃষ্টি সজাগ থাকলে এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারবেনা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মঞ্জুরুল ইসলাম, ডিআইও-১, পীরগঞ্জ অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন। এছাড়াও থানা কর্তব্যরত গ্রাম পুলিশদের গ্রেফতারী পরোয়ানা তামিলে সহায়তা, বাল্যবিবাহ নিরোধ এবং বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িত অপরাধীদের তথ্য সংগ্রহ এবং সিআইএমএস ফরম পূরনে পুলিশকে সহায়তাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।