পীরগঞ্জে শিল্পকলা একাডেমীর সাথে অদিবাসী সাংস্কৃতিক কর্মীদের আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসীদের সংস্কৃতি প্রচারের লক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমীর সাথে অদিবাসী সাংস্কৃতিক কর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেক্স ইপার এর সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমীর প্রধান উপদেষ্টা আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি গোপী কৃষ্ণ রায়, যুগ্ন সম্পাদক নবাব সেলিম, সদস্য গৌতম দাস বাবলু, নওশের আলী, তারেক হোসেন, নিরঞ্জন রায়, শিউলী রানী রায়, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী সেরাজুস সালেকীন প্রমূখ। এ সময় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার অরুন চন্দ্র শীল, প্রকল্পের ইকোনোমিক ডেভলপমেন্ট অফিসার মোঃ রওশন জামাল চৌধুরী সহ আদিবাসী সাংস্কৃতিক দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।