পানির চাপে সড়ক ভেঙে রানীশংকৈল-হরিপুর যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩

ভারি বর্ষণে পানির চাপে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামপুর এলাকায় নির্মানাধী একটি ব্রীজের পাশের বিকল্প সড়ক ভেঙ্গে যাওয়ায় রানীশংকৈল-হরিপুর সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, জেলার রানীশংকৈল-হরিপুর পাকা সড়কে রামপুর এলাকায় একটি ব্রিজের কাজ চলছে। এ অবস্থায় ঐ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্মানাধীন ব্রীজের উত্তর পাশ দিয়ে অস্থায়ীভাবে মাটি দিয়ে বিকল্প সড়ক নির্মান করা হয়। গত কয়েক দিনের ভারী বর্ষনে পানির চাপে রবিবার রাতে ঐ বিকল্প সড়কের মাঝখানের কিছু অংশ ধ্বসে গিয়ে ভেঙ্গে যায়।ভাংগা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। এতে বন্ধ হয়ে যায় ঐ সড়কে যোগাযোগ ব্যবস্থা। তবে নির্মাণাধীন ব্রিজের মাঝে কাঠ ফেলে অস্থায়ী সড়ক বানিয়ে দুই পাশের পথচারীরা পায়ে হেটে কোন রকম চলাচল করছেন। অটো কিংবা অন্য কোন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মসলিম নামে এক পথচারী জানান, হরিপুর উপজেলা থেকে জরুরী কাজে জেলা সদরে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বেরিয়ে দেখি রামপুরের সড়ক পানিতে ভেসে গেছে। বাধ্য হয়ে এখন অন্য পথ দিয়ে যেতে হবে। একইভাবে রাণীশংকৈল থেকে হরিপুর যাওয়ার অপর এক পথচারী বলেন, জরুরী কাজে হরিপুর যাবো। এ জন্য থ্রি হুইলারে চড়ে এসে দেখি, এখানকার(রামপুর) সড়ক ভাঙ্গা।

এদিকে রানীশংকৈল ও হরিপুর উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগের জন্য রানীশংকৈল- কাঠালডাঙ্গী- হরিপুর পাকা সড়ক ব্যবহার করা যেতে পারে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে।
সড়ক ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে নন্দুয়ার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারি বলেন, ঠাকুরগাঁও থেকে প্রকৌশলী ও ঠিকাদার এসেছে তারা সড়কটির পূনরায় সংস্কার করে চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও সহজ নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, অতি বৃষ্টির কারণে এবং কৃষকেরা তাদের চাষাবাদকৃত ধান বাচানোর জন্য সড়কটি হয়তোবা কেটে দিয়েছে। পানি স্বাভাবিক হলেই সড়কটি পূণরায় সংস্কার করে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে।