
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষন একাডেমী এবং বি.সি.ই ।
গতকাল বুধবার বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকা প্রবাসীর অর্থায়ণে পীরগঞ্জ পৌর শহরের তরিকুল টাওয়ারে বি.সি.ই’র কার্যালয়ে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ- সভাপতি বুলবুল আহম্মেদ, সাধারন সম্পাদক নসরতে খোদা রানা, সৈয়দপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, কারিগরি প্রশিক্ষন একাডেমীর পরিচালক নুরন নবী রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিষ্ণুপদ রায়, উপজেলা জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজল হক হিরা, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।