ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ এ সভার আয়োজন করে। উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর ফয়জুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাশিমুল বারী, প্রধান শিক্ষক জুয়েল, জুলিয়াস জামান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নির্বাহী সদস্য নুরনবী চঞ্চল প্রমুখ।