পীরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভা

প্রকাশিত: মে ১৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ এ সভার আয়োজন করে। উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের এবিএম কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি পবারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইফতেখারুল ইসলাম ধ্রুব, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, স্বাধীনতা শিক্ষক পরিষদ পীরগঞ্জ শাখার নেতা সবুর আলম, কামরুন নেছা আইভী, বাদল চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নূর নবী চঞ্চল প্রমূখ।