পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহাম্মেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকার, ইউ’পি চেয়ারম্যান শহিদ হোসেন, হিটলার হক প্রমুখ। সভায় মাদক, জুয়া, সন্ত্রাস-নাশকতা, ও চোরাচালান, বাল্য বিবাহ প্রতিরোধ সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।