ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারিভাবে বোরো ধান – চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে সাবেক মেয়র কশিরুল আলম উপজেলা খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আনজুমান বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আহামেদ, কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন দুলাল সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা বেগম জানান, চলতি মৌসুমে সরকারিভাবে ৪৪ টাকা কেজি দরে ৪৯৮০ মে: টন চাল এবং ৩০ টাকা কেজি দরে ১০৪৯ মে: টন ধান সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে ৩০ আগষ্ট পর্যন্ত।