ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বিনামূলে আইনগত সহায়তা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলরাব বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে এ সেমিনার হয়।
উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জেলা লিগ্যাল এইডস অফিসার আরিফুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, ইউপি চেয়ারম্যান সহিদ হোসেন, টেলেনা সরকার হিমু, সাংবাদিক মোশারফ হোসেন, আব্দুর রহমান, এনজিও প্রতিনিধি অরুণ কুমার শীল প্রমুখ। সেমিনারে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।