“খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ শেখ কামাল নক-আউট ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা হয়েছে।
সোমবার বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্যবস্থাপনা বিভাগ দল ১-০ গোলে বিএনসিসি দলকে হারায়। খেলা শেষে টুনার্মেন্টে পরিচালনা কমিটির আহ্বায়ক ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ইমরামুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. কামরুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক বদরুল হুদা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নসিব-ই-খোদা তমাল প্রমূখ। পরে চাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়। টুনার্মেন্টে কলেজের বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশ নেয়।