ঠাকুরগাঁওয়ে ব্যাক্তি মালিকানা জমি খেলার মাঠ হিসাবে দাবির প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ব্যাক্তি মালিকানাধীন নিষ্কন্টক জমি বে-আইনীভাবে খেলার মাঠ দাবি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় শহরের চৌরাস্তায় বিভিন্ন ব্যানার ফেসটুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারি ভূক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, গড়েয়াতে যে জমিটি খেলার মাঠ দাবি করা হচ্ছে, সেটি আসলে আমাদের মালিকানা সম্পত্তি। সরকারের কোন নথিতে সেটি খেলার মাঠ উল্লেখ নাই। সেখানে আমাদের রোপন করা গাছ বড় হচ্ছে। কিন্তু অযথায় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী চাঁদা দাবি করছেন। চাঁদা না পাওয়ায় আমাদের সমস্যা করছে তারা। আমরা জমি বিক্রি করেছি। জমির মালিকরা সেই জমি দখল নিতে গেলে আমাদের সন্ত্রাসী দিয়ে হামলা করছে। আমার জমি আমি বিক্রি করতে পারব না, এটা তো হতে পারেনা। যদি সেটা খেলার মাঠই হবে, তাহলে সরকার হস্তক্ষেপ করুক। সরকার প্রমাণ করুক যে সেটি খেলার মাঠ। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে মানববন্ধন করছি। আমাদের সম্পত্তি বিক্রির অধিকার আমাদের আছে। আমারা পরিবার নিয়ে এখানে দাড়িয়েছি এর সুষ্ঠ বিচারের দাবিতে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।