পীরগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩

“আর নয় ভাড়াটে খেলোয়ার, যোগ্য খেলোয়ার গড়বো এবার” এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্প্রিট-৫১১০ এর আয়োজনে বৃহস্পতিবার বিকালে এক্তিয়ারপুর শহিদ সালাউদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব। এ সময় সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল,ইউপি সদস্য ওহিদুজ্জামান, ভিস্তা এনড্রয়েড টিভি’র রংপুর অঞ্চলের সহকারী পরিচালক হারিফুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় খামার নারায়নপুর স্বচুড়া ক্রীড়াচক্র ২-০ গোলে ভাবনাগঞ্জ সততা ক্রীড়া ও যুব সংঘকে পরাজিত করে। স্প্রিট-৫১১০ এর নির্বাহী প্রধান ফারুক জানান, উপজেলার ৫টি ভ্যেনুতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং এতে ৩১ টি দল অংশ নিচ্ছে।