পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্তরে প্রতিযোগীতার উদ্ধোন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজামান সহ সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক মন্ডলী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।